Rotator cuff tear || কাঁধের রগের ইনজুরি || কাঁধের ব্যাথা || MSK USG
প্রতিদিনই আমাদের মাইকেয়ার সেন্টারে ৫০-৬০ বছরের অনেক রুগী আসে শোল্ডার বা কাঁধে ব্যাথা নিয়ে। বেশিরভাগ রুগীরা আমাদের কাছে আসার আগে একাধিক চিকিৎসক দেখিয়ে তারপর আমাদের কাছে আসেন। দুঃখজনক হলে সত্য যে অধিকাংশ ক্ষেত্রে তাদের কাঁধের ব্যাথার জন্যে দায়ী করা হয়ে থাকে ফ্রোজেন শোল্ডার বা adhesive capsulitis কে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই বয়সে শোল্ডার পেইন এর জন্য কাঁধের রগের প্রদাহ বা Rotator cuff tendinopathy এবং কাঁধের রগের ইঞ্জুরি প্রধান। গবেষনায় দেখা যায় যে, ষাটোর্ধ ব্যক্তিদের ৪০% ক্ষেত্রে কাঁধের রগের ইঞ্জুরি বা ছেড়া (Rotator cuff tear) থাকে।
মাইকেয়ার শোল্ডার সেন্টারে (Micare Shoulder Center) প্রতিটি কাঁধের রুগীকে MSK USG এর মাধ্যমে আমরা evaluation করে কাঁধের ব্যাথার সঠিক কারন নির্নয় করার চেষ্টা করি।
আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে MSK USG দিয়ে আমরা কাধের রগের সমস্যা খুজে বের করি এবং কিভাবে এর চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহন করি।
জনসচেতনতায়ঃ
ডা. শেখ মুঃ আব্দুল্লাহ আল রাফি,
কনসালটেন্ট ও চিফ কো-অর্ডিনেটর,
মিনিমাল ইনভেসিভ কেয়ার।
🗓️বিস্তারিত জানতে অথবা এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুনঃ
🌍 মাইকেয়ার সেন্টার, ৭ম তলা(লিফট ৬), নতুন ভবন, কুমিল্লা ট্রমা সেন্টার, নজরুল এভিনিউ, কুমিল্লা।
📞+8801841960102, +8801841960103
📧info@micarebd.com