×

মেরুদন্ডের সমস্যা নিয়ে চিন্তিত?


আপনার কি...

1. কোমড় বা মেরুদন্ডের ব্যাথা?
2. কোমড় বা পীঠ নাড়াতে কষ্ট হয়?
3. শিন শিন বা ঝিন ঝিন করে ব্যাথা পায়ে নেমে আসে?
4.পা আস্তে আস্তে অবশ হয়ে আসে?
5. কোমড় বা পীঠ বাঁকা হয়ে যাচ্ছে?
6. ঘাড়ে ব্যাথার কারণে ঘাড় ঘোরাতে পারেন না?
7. কিছুক্ষণ হাঁটলেই কোমড়ে/পায়ে ব্যাথা চলে আসে?

তাহলে আপনার হতে পারে...

1. মেরুদন্ডের ডিস্ক জনিত সমস্যা (Disc Prolapse, spinal canal stenosis etc) মেরুদন্ডের ইনফেকশন (Discitis, TB spine)
2. মেরুদন্ড বা কোমড়ের বাত/আথ্রাইটিস (AS, spondylosis, sacro-ilitis etc)
3. মেরুদন্ডের বিকলাঙ্গতা (Spondylo-listhesis, scoliosis, kyphosis etc)
4. কোমড়ের মাংসপেশির সমস্যা (Back strain, Muscle spasm, Myofascial pain etc)
5. কোমড়ের হাড়ের ক্ষয়জনিত সমস্যা (osteoporosis, osteoporotic fracture etc)
6. মানসিক সমস্যা সংক্রান্ত কোমড় ব্যাথা (Fibromyalgia, Functional pain, Nonspecific LBP)

মেরুদন্ডের রোগ নির্ণয়ের জন্য অনন্য পরীক্ষা সমূহ

1. মেরুদন্ডের বিভিন্ন সমস্যায় সুপার ডিজিটাল এক্সরের (Whole spine x-ray screening) scoliogram মাধ্যমে সম্পূর্ণ মেরুদন্ডের এক্সরে ও সহ মেরুদন্ডের ও কোমড়ের বিভিন্ন পজিশনের এক্সরের মাধ্যমে সঠিকভাবে রোগ নির্ণয়।
2. 128 slice 3D CT scan এর মাধ্যমে মেরুদন্ডের রোগ নির্ণয়।
3. 1.5 Tesla Broadband MRI মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসার পরিকল্পনা

মেরুদন্ডের বিভিন্ন সমস্যায় Micare এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি

1. ফ্লোরোস্কপি/C-ARM এর সাহায্যে মেরুদন্ডের ইনজেকশন
2. লেজার ডিস্ক সার্জারি
3. মাইক্রোসার্জারি
4. এন্ডোস্কপিকস্পাইন সার্জারি
5. রেডিও ফ্রিকুয়েন্সি প্লাজমা সার্জারি

কম্পিউটারাইজড এক্সরে মেশিনের সাহায্যে মেরুদন্ডের সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন

Fluoroscopy বা C-arm হচ্ছে এক ধরনের  low radiation x-ray machine.
রোগীর মেরুদন্ডের সুনির্দিষ্ট জায়গায় যেখানে সমস্যা সেখানে এক ধরনের dye বা রং দিয়ে C-arm মেশিনের মাধ্যমে তা দেখে এর অবস্থান সুনিশ্চিত করা হয়। এরপর সরাসরি দেখে নির্ভুলভাবে উক্ত আক্রান্ত স্থানে যেমন, স্পাইনাল নার্ভ রুট, ফেসেট জয়েন্ট, ইপিডুরাল স্পেস প্রভৃতি জায়গায় ঔষধ প্রয়োগ করা হয় ইনজেকশন এর মাধ্যমে। মেরুদন্ডের ডিস্ক প্রোলাপ্স সহ অন্যান্য সমস্যায় সার্জারির বিকল্প হিসেবে এই প্রক্রিয়া অত্যন্ত কার্যকর।

এন্ডোস্কোপির সাহায্যে মেরুদন্ডের অপারেশন

এন্ডোস্কোপ হচ্ছে এক ধরনের ক্যামেরা সিস্টেম। কোমড়ে ছোট ছিদ্র করে এর মধ্য দিয়ে এন্ডোস্কোপিক ক্যামেরা প্রবেশ করানো হয়। তারপর এর সাহায্যে মেরুদন্ডের সমস্যা সরাসরি দেখে অপারেশন করা হয়। ফলে ট্রেডিশনাল ডিস্ক সার্জারির মতো কেটে অপারেশন করার পরিবর্তে ছোট ছিদ্র করেই অপারেশন করা সম্ভব হয়।

ডায়োড লেজার মেশিনের সাহায্যে লেজার ডিস্ক সার্জারী

কোমড় ব্যাথায় Laser Disc Surgery একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে C-arm মেশিন ব্যবহার করে Laser এর সাহায্যে না কেটে শুধুমাত্র সুঁই দিয়ে মেরুদন্ডের ডিস্ক জনিত সমস্যার চিকিৎসা করা হয়। অত্যাধুনিক এই পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় PLDD বা Prolapsed Laser Disc Decompression বলা হয়। এই সার্জারিতে রোগীকে অজ্ঞান না করে এবং কোন প্রকার কাটাছেঁড়া না করেই করা হয় বলে রোগীকে বেশি সময় হাসপাতালে ভর্তি থাকা লাগে না।

মাইক্রোস্কোপের সাহায্যে মেরুদন্ডের অপারেশন

সার্জিকাল মাইক্রোস্কোপ হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি যেখানে দেহের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশবিশেষ অনেক বড় করে দেখা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে সার্জন একদিকে যেমন অতি ক্ষুদ্র অংশবিশেষের সার্জারি করতে পারেন তেমন অতি অল্প পরিমান কেটে সকল কিছু স্পষ্ট দেখতে পান। ফলে খুব কম পরিমান ইনজুরি করেই অপারেশন সম্পন্ন করা যায়। ডিস্ক সার্জারি ও মেরুদন্ডের টিউমার সার্জারিতে এটি ব্যবহার করলে একদিকে যেমন সার্জারির গুণগতমান অনেক গুণ বেড়ে যায়, অন্যদিকে অপারেশনে কাটাছেঁড়াও অনেক কম লাগে।

Have Query ?